
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর ভারতীয় দলের জন্য একাধিক বিধিনিষেধ জারি করল বিসিসিআই। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশাজনক ফলাফল নিয়ে আলোচনা করে বোর্ড। সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, খেলোয়াড়দের বিদেশ সফরের সময় তাঁরা ব্যক্তিগত কর্মচারী নিয়ে যেতে পারবেন না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটারের ব্যক্তিগত কর্মচারী, যেমন হেয়ারস্টাইলিস্ট, রাঁধুনি বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাঁরা নিয়ে যেতে পারবেন না। এর মাধ্যমে লজিস্টিকস সহজ করা এবং খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সফরকালীন সময়ে দেখা করার উপরেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, খেলোয়াড়দের পূর্ণ মনোযোগ খেলার দিকে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসের ওপর দিকে জোর দিতে আবারও ফেরানো হতে পারে ইয়ো-ইয়ো টেস্ট।
বিরাট কোহলির সময়ে এই ইয়ো ইয়ো টেস্ট চালু করা হয়েছিল। বোর্ডের মতে, এই টেস্ট দেওয়া মানে তা শুধুমাত্র চোট আঘাত প্রতিরোধ নয়, বরং খেলোয়াড়দের ফিটনেস উন্নয়নে সাহায্য করবে। এছাড়াও, খেলোয়াড়দের ভ্রমণ এবং ব্যাগেজের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতি সফরে খেলোয়াড়দের সর্বোচ্চ ১৫০ কেজি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সামগ্রী, কিট ব্যাগ এবং দলের প্রয়োজনীয় সরঞ্জাম। এবার বিদেশ সফরে স্ত্রী বা পরিবারের সদস্যদের ক্রিকেটারদের সঙ্গে থাকার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চলেছে বোর্ড। যেমন ৪৫ দিনের সফরে সর্বোচ্চ ১৪ দিন স্ত্রী’রা ক্রিকেটার স্বামীর সঙ্গে থাকতে পারবেন।
শুধু তাই নয়, বিদেশ সফরে সব ক্রিকেটারকে টিম বাসে সফর করতে হবে। একা একা মাঠে আসা বা ঘুরতে যাওয়া বোর্ড আর বরদাস্ত করতে চাইছে না। মুম্বইয়ে বোর্ডের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠক উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর, মুখ্য নির্বাচক অজিত আগরকার সহ বোর্ড সদস্যরা। গৌতম গম্ভীরকেও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরে গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরা ভারতীয় দলের সঙ্গে টিম বাসে সফর করেছেন। সূত্রের খবর, টিম বাসে আর অরোরা সফর করতে পারবেন না। এমনকী টিম হোটেলেও তিনি থাকতে পারবেন না। এমনকী স্টেডিয়ামে ভিআইপি বক্সেও থাকতে পারবেন না তিনি।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের